বাঘায় সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ | ৭:৫২ অপরাহ্ণ

বাঘায় সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা
বাঘায় সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা
apps

রাজশাহী জেলার বাঘায় সিঁধ কেটে ঘরে ঢুকে এক গৃহবধুকে ধর্ষনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ঔই গৃহবধু বাদি হয়ে বুধবার (৮ মে) মডেল থানায় অভিযোগে করেছেন।

জানা যায়, দুই সন্তানের জননীর (২৫) সাথে উপজেলা পাকুড়িয়া ইউনিয়নের হাজামপাড়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে হিমেল হোসেন (২৭) দীর্ঘদিন থেকে গৃহবধুকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। এতে সে রাজি না হওয়ায় হেলাল ক্ষিপ্ত হয়ে উঠে। গৃহবধুর স্বামী ঢাকায় একটি কম্পানিতে চাকরি করে।

এ সুযোগে মঙ্গলবার গভীর রাতে টিনের বেড়া দেওয়া ঘরে সিঁধ কেটে ঘরে ঢুকে ধারালো চাকুর মুখে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। গৃহবধুর চিৎকারে অন্যরা এগিয়ে আসলে ধারালো চাকু দিয়ে ছুরিকাঘাত করে হেলাল তার কানের দুল ছিঁড়ে নিয়ে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গৃহবধুর কেটে যাওয়া স্থানে ১৫টি সেলাই দেওয়া হয়েছে।

এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ ঘটনার পর থেকে আসামী পলাতক রয়েছে। এরপরও তাকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

Development by: webnewsdesign.com