সোমবার (১৪ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টার দিকে আড়ানী রেলস্টেশনে এই ঘটনা ঘটেছে। নিহত রুহুল আমিন উপজেলার বাউসা ইউনিয়নের মাঝপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় লোকজন জানান, সকাল থেকে আড়ানী রেলস্টেশনে অবস্থান করছিল রুহুল আমিন। বিশেষ কারণে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেন বিলম্ব ছিল। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে স্টেশন ট্রেন আসছে মর্মে ঘোন্টা বাজালে তিনি পূর্বপান্তে অবস্থান করছিলেন। ট্রেনের ইঞ্জিন প্লাটফার্মে পৌঁছার পূর্ব মুহুর্তে তিনি হটাৎ করে লাইনের মধ্যে ঝাপ দেন। এরপর ঘটনাস্থলে তিনি দ্বিখন্ড হয়ে মৃত্যুবরণ করেন।
আরোও পড়ুন: রাজশাহীতে ভাগিনার হাতে মামা খুন
এদিকে তাৎক্ষনিক তার মৃত্যুর কারণ কিংবা রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি। তবে স্থানীয়দের ধারনা, পারিবারিক কলহের কারণে তিনি আত্নহত্যা করেছেন।
এ বিষয়ে আড়ানী স্টেশন মাষ্টার মোশারফ হোসেন বলেন, আড়ানী স্টেশনে এ ধরনের একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। তিনি কেন এভাবে আত্নহত্যার পথ বেছে নিলেন সে বিষযয়ে এখনো কিছু জানতে পারিনি।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, ঘটনাটি লোক মুখে শুনেছি। তবে ট্রেনে দুর্ঘটনাজনিত মৃত্যু কিংবা আত্নহত্যার বিষয় গুলো বাংলাদেশ রেলওয়ে পুলিশ দেখভাল করে থাবেন।
Development by: webnewsdesign.com