বাগেরহাট সদর উপজেলার মারিয়া পল্লীর দুস্থ্য ও অসহায়দের স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প চালু হয়েছে। শনিবার (৯ জানুয়ারী) সকালে বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও বাধঁন মানব উন্নয়ন সংস্থার উয়ুথদের সহযোগীতায় এ সেবার কার্যক্রম চালু হয়।
মারিয়া পল্লীর হলরুমে ফ্রি মেডিকেল ক্যাম্প শুভ উদ্বোধন করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার বকসি। এ সময় মেডিকেল অফিসার ডাঃ শেখ আদনান হোসেন,তন্দ্রা রানী দাস, সাংবাদিক মোঃ আরিফুল ইসলাম, মাসুদুল হক, আব্দুল্লাহ আল ইমরান,মারিয়া পল্লীর শিক্ষক মারকুস সরদার,বাধনের প্রকল্ক পরিচালত মুশফিকুর ইসলাম রিতু,ইয়ুথ গ্রুপের সদস্য আবু সাঈদ বক্তব্য রাখেন।
মারিয়া পল্লীর দুস্থ্য ও অসহায়দের স্বাস্থ্য সুরক্ষায় সপ্তাহের প্রতি শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত মারিয়া পল্লীর হলরুমে এ ফ্রি মেডিকেল সেবা প্রদান করবে।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার বকসি বলেন, বাধঁন মানব উন্নয়ন সংস্থার উয়ুথদের আবেদনের প্রেক্ষিতে গরীব ও অসহায়দের কথা বিবেচনা করে সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ দ্রুত এ উদ্দোগ নিয়েছে। মেডিকেল ক্যাম্পর মাধ্যমে মারিয়া পল্লীর সাধারন মানুষ সঠিক ও বিনামূল্যে সেবা পাবেন বলে জানান।
Development by: webnewsdesign.com