বাগেরহাটে মেয়র পদে লড়বেন ২ জন

রবিবার, ১৭ জানুয়ারি ২০২১ | ৬:২২ অপরাহ্ণ

বাগেরহাটে মেয়র পদে লড়বেন ২ জন
apps

চতুর্থ ধাপে দেশের ৫৬টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারী। ১৭ জানুয়ারী (রবিবার) ছিলো মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

শেষ দিনে বাগেরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন দুই জন। এরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাগেরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও বর্তমান মেয়র খান হাবিবুর রহমান ও বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাবেক যুব বিষায়ক সম্পাদক মো. সাঈদ নিয়াজ হোসেন (শৈবাল)।

এছাড়া কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৮ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬ জন। আগামী ১৯ জানুয়ারী মনোনয়নপত্র বাছাই ও ২৬ জানুয়ারী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আগামী ১৪ ফেব্রুয়ারী ইভিএম মেশিনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাগেরহাট পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৮ হাজার ২শ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৪শ ২১ জন ও নারী ভোটার ১৯ হাজার ৭শ ৭৯জন। এ পৌরসভায় মোট কেন্দ্রের সংখ্যা ১৫টি।

Development by: webnewsdesign.com