বাগেরহাটে মানসিক প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী হাফিজ জেল হাজতে

বুধবার, ১৪ অক্টোবর ২০২০ | ৬:৫৬ অপরাহ্ণ

বাগেরহাটে মানসিক প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী হাফিজ জেল হাজতে
apps

বাগেরহাট সদর উপজেলার চুনাখোলা গ্রামের মানসিক প্রতিবন্ধী নাবালিকাকে (১৪) ধর্ষন মামলার আসামী মোঃ হাফিজুর রহমানকে জেল হাজতে প্রেরন করেছে আদালত। বুধবার (১৪ অক্টোবর) বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্রুনাল নং-১ এ আসামী মোঃ হাফিজুর রহমান (৪৫) হাজির হয়ে জামিন আবেদন করলে ট্রাইবুনাল তাকে জামিন না দিয়ে জেল হাজতে প্রেরন করেন। আসামী মোঃ হাফিজুর রহমান বাগেরহাট সদর উপজেলার চুনাখোলা গ্রামের নওয়াব আলী শেখের ছেলে।

গত ৬ এপ্রিল’২০ সকালে প্রতিবন্ধী মেয়েটি ১০ বছরের ছোট ভাইকে নিয়ে বাড়িতে ছিল এ সময় তার পিতা, মাতা কেউ বাড়িতে ছিল না। এ সময় পাশ^বর্তি মোঃ হাফিজুর রহমান অসৎ উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করে ও সু-কৌশলে প্রতিবন্ধী মেয়েটির ভাইকে রেশনের চাল আনার কথা বলে মোঃ হাফিজুর রহমান তার পিতার কাছে পাঠিয়ে দেয়। এই সুযোগে বাড়িতে মেয়েটি একা থাকায় ধর্ষন করে মোঃ হাফিজুর রহমান। মেয়েটির মা বাড়িতে আসলে আসামীকে বাড়ির বারান্দা থেকে দ্রুত দৌড়ে পালাতে দেখে।

পরে প্রতিবন্ধী মেয়েটির কাছে জানতে পারে তাকে জোর পূর্বক ধর্ষন করেছে হাফিজ। এতে প্রতিবন্ধী মেয়ের মা বাদি হয়ে গত ৭ এপ্রিল’২০ তারিখে বাগেরহাট নারী ও শিশু নির্য়াতন দমন আইন ২০০০(সংশোধনী-২০০৩ এর ৯(১) ধারায় মোঃ হাফিজুর রহমানকে আসামী মামলা করেন।

Development by: webnewsdesign.com