বাগেরহাটে বিদেশী মদসহ ৫ মাদক পাচারকারি আটক

শুক্রবার, ০১ জানুয়ারি ২০২১ | ৯:১০ অপরাহ্ণ

বাগেরহাটে বিদেশী মদসহ ৫ মাদক পাচারকারি আটক
apps

বাগেরহাটে ২৬ বোতল বিদেশী মদসহ ০৫ জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মংলার একটি টহল দল বাগেরহাট জেলার মোংলা থানার বাসস্ট্যান্ড সংলগ্ন তিন রাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মদকদ্রব্য ও মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা হলেন, শ্রী প্রতি মন্ডল রায় (৪৮), মাধব অধিকারী (১৯), পিংকু গাইন (৩০), আফতাফ খলিফা (২০) ও শিব সংকর (১৮)। আটককৃত মাধব অধিকারী (১৯) মংলা উপজেলা এবং বাকি সকলেই জেলার রামপাল উপজেলার বাসিন্দা।

কোস্ট গার্ডের জোনাল কমান্ডার এম মাজহারুল হক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, কোস্টগার্ড পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন ও জননিরাপত্তার পাশাপাশি মাদক নিয়ন্ত্রনে জিরো টলারেন্স নীতি মেনে কোস্ট গার্ডের অভিযানে মাদকসহ তাদেরকে আটক করা হয়েছে। আটককৃত মাদকদ্রব্য ও ব্যক্তিদের মোংলা থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে।

Development by: webnewsdesign.com