বাগেরহাটে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১ | ২:১০ অপরাহ্ণ

বাগেরহাটে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
apps

বাগেরহাট শহরের দশানী এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে সুমন হাওলাদার (৩০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) রাত ১১টার দিকে খুলনা-বাগেরহাট মহাসড়কের দশানী সার্কিট হাউসের সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহত সুমন বাগেরহাট শহরের পুরাতন বাজার এলাকার বাসিন্দা সিদ্দিক হাওলাদারের ছেলে। সে বাগেরহাট বিকাশ অফিসে সুপার ভাইজার পদে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষ দর্শিরা বলেন, মেগনিতলা এলাকা দিয়ে মটরসাইকেল চালিয়ে বাগেরহাট শহরের দিকে যাচ্ছিলেন সুমন। দশানী সার্কিট হাউজের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস সুমনকে চাপা দিলে চাকার নিচে পরে যান। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থালেই সুমন এর মৃত্যু হয়।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে, এম আজিজুল ইসলাম বলেন, রাতে দশানী এলাকায় সড়ক র্দূঘটনায় সুমন হাওলাদার নামের এক জনের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।

Development by: webnewsdesign.com