খুলনা-মাওয়া মহাসড়কের বাগেরহাটের ফকিরহাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আমিরুল ইসলাম (৩২) নামের এক ট্রাক চালক নিহত হয়েছেন। এসময় উভয় ট্রাকের আরো দুই জন আহত হয়েছেন। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় সিরাজুল ইসলামসহ দুই জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় মহাসড়কের ফকিরহাট উপজেলার পালপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আমিরুল ইসলামের বাড়ি চাপাইনবাবগঞ্জ জেলায়।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মোঃ গোলাম সরোয়ার বলেন, মোল্লাহাট থেকে সিমেন্টবাহী একটি ট্রাক বাগেরহাটের কাটাখালী এলাকায় যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে খেজুরবাহী একটি ট্রাক ঘটনাস্থলে পৌছালে মুখোমুখি সংঘর্ষে খেজুরবাহী ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হয়। এসময় আরো দুইজন আহত হয়।
আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং নিহতের লাশ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২০
Development by: webnewsdesign.com