বাগেরহাটে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ৬

শুক্রবার, ২৩ জুলাই ২০২১ | ৩:৪০ অপরাহ্ণ

বাগেরহাটে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ৬
apps

বাগেরহাটের ফকিরহাটে ট্রাক ও ইজিবািকের মুখোমুখি সংঘর্ষে ৬ যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৩ জুলাই) সকালে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার উপজেলার বৈলতলী প্রাইমারি স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এতে ইজিবাইকের ৬ যাত্রী ঘটনাস্ৎলে নিহত হয়েছেন। বাগেরহাট ফায়ার সার্ভিস নিহতদের মরদেহ উদ্ধার করে ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করেছে।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারি পরিচালক গোলাম সরোয়ার বলেন, আমরা ঘটনাস্থল থেকে ৬টি মরদেহ উদ্ধার করেছি। দূর্ঘটনা কবলিত ট্রাক ও ইজিবাইকসহ মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করেছি। ইজিবাইকে থাকা আরও এক যাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইজিবাইকটি ফকিরহাট থেকে নওয়াপাড়া এলাকায় যাচ্চিল এবং ট্রাকটি ফকিরহাটের দিকে যাচ্ছিল।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মোহাম্মাদ খায়রুল আনাম বলেন, তাৎক্ষণিক ভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। আমরা নাম পরিচয় জানার চেষ্টা করছি।

Development by: webnewsdesign.com