বাগেরহাটে গণধর্ষণের মামলায় ৮ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

সোমবার, ০৯ মে ২০২২ | ৫:০৪ অপরাহ্ণ

বাগেরহাটে গণধর্ষণের মামলায় ৮ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬
apps

বাগেরহাটের মোংলায় গার্মেন্টস শ্রমিক গণধর্ষণের ঘটনায় ৮জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রবিবার (০৮ মে) গভীর রাতে রামপাল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করে র‌্যাব সদস্যরা। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক রামপাল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আটককৃতরা হলেন, মোঃ আবুল কালাম আজাদ শুকুর (২৪), মোঃ আসলাম শেখ(২২), মোঃ জনি শেখ (১৮), মোঃ মারুফ বিল্লা(২২), মোঃ হাসান শেখ(২০), মোঃ রাসেল শেখ(২২), মোঃ হোসেন গাজী(১৮), মোঃ রাজু শেখ(২৪) আটককৃতদের সবার বাড়ি রামপাল উপজেলার বিভিন্ন এলাকায়।

র‌্যাব সূত্রে জানা যায়, রবিবার (০৮ মে) সন্ধ্যা সাড়ে সাতটায় বাড়ি ফিরছিলেন ধর্ষণের স্বীকার ওই তরুনী। পথিমধ্যে রামপাল উপজেলার ভাগায় তার বন্ধু হৃদয়(২০) এর সাথে দেখা হয়। বন্ধু হৃদয়ের সাথে চেয়ারম্যানের মোড় হেঁটে যাওয়ার সময় বাগেরহাট জেলার রামপাল থানাধীন একটি পরিত্যক্ত মাদ্রাসা মাঠের দেয়ালের পাশে গেলে মোঃ আবুল কালাম আজাদ শুকুর ও মোঃ আসলাম শেখ সহ ৭-৮ জন হৃদয়কে মারধর করে।

ওই তরুনীকে টেনে হিচরে নিয়ে যায়। দেয়ালের আড়ালে নিয়ে তারা ওই তরুনীকে গনধর্ষণ করে তরুনীকে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে পরে ওই তরুনী ও তার বন্ধু বিষয়টি তরুনীর মাকে ফোন করে জানায়। ভিকটিমের মা তাৎক্ষণিক ঘটনাটি র‌্যাব-৬ এ অবহিত করে।

র‌্যাব-৬ খুলনার সহকারি পরিচালক (মিডিয়া) বজলুর রশীদ বলেন, ধর্ষণের স্বীকার তরুনীল মায়ের অভিযোগের ভিত্তিতে রামপালে অভিযান চালিয়ে ৮জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক রামপাল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Development by: webnewsdesign.com