বাগেরহাটে কর্মহীন হয়ে পড়া ১২০ পরিবারকে খাদ্য সহায়তা

শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১ | ২:৩৯ অপরাহ্ণ

বাগেরহাটে কর্মহীন হয়ে পড়া ১২০ পরিবারকে খাদ্য সহায়তা
apps

করোনাভাইরাসের সংক্রমণে সরকারের দেয়া লকডাউনে বাগেরহাটের কর্মহীন হয়ে পড়া খ্রিষ্টান সম্প্রদায়ের ১২০টি পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে স্বাস্থ্যবিধি মেনে শহরতলীর খ্রিষ্টান সম্প্রদায়ের মারিয়া পল্লীতে বসবাস করা এসব দরিদ্র পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দেন বাগেরহাটের জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক। এসময় প্রত্যেক পরিবারকে ১৫ কেজি করে চাল দেয়া হয়েছে। গত ২২ এপ্রিল থেকে জেলার নিম্নআয়ের কর্মহীন মানুষদের খাদ্য সহায়তা কার্যক্রম শুরু করে বাগেরহাটের জেলা প্রশাসন।

খাদ্য সহায়তা বিতরন কালে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশসক (সার্বিক, আইসিটি ও শিক্ষা) খোন্দকার মো. রিজাউল করিম, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মোছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাগেরহাট পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী তৌহিদুর রহমান জনি এসময়ে উপস্থিত ছিলেন।

বাগেরহাটের জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক বলেন, লকডাউনের দ্বিতীয় ঢেউয়ে বাগেরহাটের কর্মহীন হয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠির মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা দিচ্ছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে সবচেয়ে বেশি অসহায় অবস্থায় থাকা নিম্নআয়ের মানুষদের খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। আমরা ইতোমধ্যে যৌনকর্মী, ডোম, ঝষি, নরসুন্দর ও হিজড়া সম্প্রদায়ের জনগোষ্ঠির মাঝে খাদ্য সহায়তা দিয়েছি। আমাদের খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। আজ আমরা খ্রিষ্টান সম্প্রদায়ের ১২০টি পরিবারকে খাদ্য সহায়তা দিলাম। করোনার লকডাউনে জেলার প্রায় পাঁচ হাজার নিম্নআয়ের মানুষকে খাদ্য সহায়তা দেয়ার পরিকল্পনা রয়েছে।

Development by: webnewsdesign.com