বাগেরহাটের বিষ্ঞপুর ইউনিয়নের শেখরা গ্রামে আবারো তৃনমুল পর্যায়ে আওয়ামীলীগের ২ গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের কমবেশী ৯ জন আহত হয়েছে। এর মধ্যে গৃরুতর আহত অবস্থায় জেলাল মল্লিক (৬০) কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি প্রেরন করা হয়েছে।
বুধবার রাত ৯টারদিকে শেখরা গ্রামের পরাজিত ইউপি সদস্য মল্লিক ইকরামুল কবিরের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় তার বাড়িও ভাংচুর করা হয়।এলাকাবাসী ও আহতরা জানায়, প্রায় ১০ মাস ধরে ইউপি নির্বাচনের পর সদরের বিষ্ঞপুর ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান বাবুল ও পরাজিত মেম্বার ইকরাম মল্লিকের মধ্যে বিরোধে দফায় দফায় সংঘর্ষ চলে আসছে। এ পর্যন্ত কমপক্ষে ১৫বার ২ গৃুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান জানান,আমরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্ননে আনি। আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে প্রেরন করি। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
Development by: webnewsdesign.com