বাগেরহাটের চিত্রা পাড়ের মিনি সুন্দরবনে পাখি শিকারী চক্র আবার বেপরোয়া হয়ে উঠেছে। শীতের শুতেই পাখিদের এ অভয়ারণ্যে সৌখিন ও পেশাদার শিকারীরা কখনও প্রকাশ্যে আবার গোপনে পাখি শিকার করছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বন্দুকের গুলিতে একটি বিরল প্রজাতির সারশের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, চিত্রাপাড়ের মিনি সুন্দরবনে পাখিদের অভয়ারণ্য গড়ে উঠেছে। সারা বছরই এখানে নানা প্রজাতির পাখিদের কলকাকলিতে ভরে ওঠে। বিশেষ করে শীত মৌসুমে এখানে পরিযায়ী পাখি থেকে শুরু করে বিভিন্ন পাখিদের আগমণ ঘটে।
এ সুযোগ কাজে লাগিয়ে কিছু অসাধু শিকারীরা ফাঁদ, জাল ও বন্দুক দিয়ে পাখি শিকার করছে।
গত মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে মিনি সুন্দরবনের ভেতর থেকে আহত ওই সারশ পাখিকে উদ্ধার করে এলাকাবাসি। উদ্ধাররের কিছুক্ষণ পর সেটি মারা যায়। ঘটনাটি এলাকার পাখিপ্রেমীদের খুবই মর্মাহত করেছে। এসব অসাধু শিকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
এভাবে পাখি শিকারের সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বন বিভাগের পক্ষ থেকে সব ধরণের পদক্ষেপ নেওয়া হবে।
Development by: webnewsdesign.com