রাজশাহীর বাগমারায় দুই দিনের সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ও কমিউনিটি ক্লিনিক ট্রাষ্টি বোর্ডে সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী। আগামী ১০ এবং ১১ আগস্ট তিনি উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করবেন। সেই সাথে কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতাদের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন।
আগামী ১০ আগস্ট উপজেলার হাট-গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয়ে এবং ১১ আগস্ট ভবানীগঞ্জ নিউ মার্কেট মিলনায়তনে কমিউনিটি ক্লিনিকের সুফলভোগীদের নিয়ে মতবিনিময় সভা করবেন। উক্ত অনুষ্ঠান সফল করার লক্ষ্যে বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের নির্দেশনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার বেলা ১১ টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানীর সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নূরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নরদাশ ইউনিয়নের অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সিএইচসিপি একলাস হোসেন।প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, ইউপিআই টেকনিশিয়ান গোলাম মোস্তফা, মহিলা লীগের সাধারণ সম্পাদক জাহানারা বেগম, চেয়ারম্যান আলমগীর সরকার, আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম, সাফিকুল ইসলাম সাফি সহ কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিবৃন্দ।
Development by: webnewsdesign.com