“নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগমারায় পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২। গত ২৩ জুলাই থেকে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ চলবে ২৯ জুলাই পর্যন্ত। মৎস্য সপ্তাহে জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে উপজেলার তাহেরপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান। এ সময় মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এবং মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন ২০১০ বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এদিকে মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন ২০১০ এর আলোকে দুটি মৎস্য খাদ্য বিক্রেতার নিকট থেকে ৩০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।মৎস্য খাদ্য বিক্রির জন্য লাইসেন্স না নেয়া এবং লাইসেন্স নবায়ন না করা ও মৎস্য খাদ্যের প্যাকেটে যথাযথ লেভেলিং না থাকায় এই জরিমনা করা হয়। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল করিম সহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
Development by: webnewsdesign.com