“টেকসই আগামীর জন্য জেন্ডার সমতায় আজ অগ্রগন্য” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্কামাম মাহমুদা।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান, মৎস্য কর্মকর্তা রবিউল করিম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আঞ্জুমানয়ারা খাতুন, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক শমরেস কুমার প্রমুখ। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন এলাকার নারী এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Development by: webnewsdesign.com