রাজশাহীর বাগমারায় অগ্নিকান্ডে দুই কৃষকের পান বরজ পুড়ে ভষ্মিভূত হয়ে গেছে। ঘটনাটি উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে। বুধবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে পান বরজে অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে জানাগেছে। ওই আগুনে সৈয়দপুর গ্রামের পানচাষী আলেফ সরকার এবং আলাউদ্দিনের পান বরজ পুড়ে গেছে। এতে দুই কৃষকের প্রায় ৬ পোন পান বরজ আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। পাকা রাস্তার পাশে পান বরজ হওয়ায় ওই রাস্তায় চলাচলকারী লোকজন প্রথমে আগুন দেখতে পান। পরে লোকজন পানচাষী কৃষক আলেফ সরকার এবং আলাউদ্দিনের বাড়িতে খবর দেয়। খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই পান বরজের সাজ সহ সমস্ত পান পুড়ে গেছে। যার আনুমানিক ক্ষতি ৬ লাখ টাকা।
পান বরজের মালিক আলেফ সরকার বলেন, পান বরজে প্রচুর পান ছিল। সন্ধ্যায় পান বরজ থেকে বাড়িতে যায়। রাতে লোকজনের খবর পেয়ে এসে দেখি পান বরজে আগুন জ্বলছে। সেই আগুন মহুর্তের মধ্যেই পাশে থাকা আলাউদ্দীনের পান বরজেও ছড়িয়ে পড়ে। চোখের সামনে পান বরজ পুড়ে ভষ্মিভূত হয়ে গেল। দীর্ঘ সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে কি কারনে আগুণের সূত্রপাত সেটা আমার জানানেই। খবর পেয়ে পুড়ে যাওয়া পান বরজ পরিদর্শন করেন শুভডাঙ্গা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোশারফ হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, আগুনে পান বরজ পুড়ে ভষ্মিভূত হওয়ার বিষয়টা শুনেছি। এ ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে।
Development by: webnewsdesign.com