বাউফলে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ সেলিমের কবরে শ্রদ্ধাঞ্জলী

রবিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২১ | ১২:০৪ অপরাহ্ণ

বাউফলে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ সেলিমের কবরে শ্রদ্ধাঞ্জলী
apps

স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ হওয়া ইব্রাহিম সেলিমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বাউফল উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠন। এ উপলক্ষে আজ রবিবার শহীদ সেলিমের গ্রামের বাড়িতে কোরান খতম, আলোচনা সভা ও দোয়া মিলাদের আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে বেলা নয়টায় বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি সাবেক চীফ হুইপ আ.স.ম. ফিরোজের নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃবৃন্দ শহীদ সেলিমের গ্রামের বাড়ি নাজিরপুর ইউনিয়নের বাংলা বাজার এলাকায় শহীদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভহসভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি সামসুল আলম মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর উপজেলা ছাত্রলীগ, শহীদ সেলিম স্মৃতি মহিলা দাখিল মাদ্রাসা, শহীদ সেলিম স্মৃতি পাঠাগার ও শহীদ সেলিমের পরিবারের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শহীদ সেলিমের মা জাহানারা করিমের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের কার্যালয় জনতা ভবনে উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন ত্বোহার সভাপতিত্বে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ১৯৮৪ সালের ২৮ ফেব্রুয়ারী স্বৈরাচার বিরোধি আন্দোলনে রাজধানীর ফুলবাড়িয়ায় “স্বৈরাচার নিপাত যাক-গণতন্ত্র মুক্তি পাক” স্লোগান সম্বলিত সর্বদলীয় একটি মিছিলের ওপর স্বৈর শাসকের নির্দেশে পুলিশের একটি ট্রাক উঠিয়ে দেয়া হয়েছিল। ওই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সভাপতি, ডাকসু সদস্য, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মেধাবী ছাত্র বাউফলের কৃতি সন্তান ইব্রাহিম সেলিমসহ দেলোয়ার শহীদ হন। সেই থেকেই ২৮ ফেব্রæয়ারী শহীদ সেলিম ও দেলোয়ার দিবস পালন করা হচ্ছে।

Development by: webnewsdesign.com