বাউফলে সেনাবাহিনীর স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ

সোমবার, ২৬ এপ্রিল ২০২১ | ৪:১২ অপরাহ্ণ

বাউফলে সেনাবাহিনীর স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ
apps

পটুয়াখালীর শেখ হাসিনা সেনানিবাসের পক্ষ থেকে বাউফল ও দুমকিতে ডায়রিয়া রোগিদের সহায়তা হিসেবে দুই হাজার ব্যাগ আইভি স্যালাইন ও হাসপাতালে ভর্তি রোগিদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুর ১ টায় বাউফল উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠে ওই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ৭ আর্টিলারি ব্রিগেডের তত্ত্বাবধানে এবং ৪২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির পরিচালনায় আয়োজিত কর্মসূচিতে ল্যাফট্যানেন্ট সাকিব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান এবং উপজেলা শিক্ষা অফিসার রিয়াজুল ইসলামসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাউফলসহ গোটা দক্ষিণাঞ্চলে ডায়রিয়া মহামারি আকার ধরণ করেছে এবং ইতিমধ্যেই মরণঘাতি ডায়রিয়া অনেক মানুষের প্রাণ কেরে নিয়েছে। এসংক্রান্ত সংবাদ দৈনিক ভোরের কাগজসহ একাধিক প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ায় প্রকাশিত ও প্রচার করা হয়েছে।

Development by: webnewsdesign.com