বাউফলে যুবলীগ নেতার শ্বশ্মাণে আত্মার শান্তি কামনা

শনিবার, ১৬ জানুয়ারি ২০২১ | ১০:০০ অপরাহ্ণ

বাউফলে যুবলীগ নেতার শ্বশ্মাণে আত্মার শান্তি কামনা
apps

জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি সাবেক চীফ হুইপ আ.স.ম. ফিরোজ এমপি শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে বাউফলের কালাইয়ার যুবলীগ নেতার শ্বশ্মাণে উপস্থিত হয়ে ফুল দিয়ে তাঁর আত্মার শান্তি কামনা করেছেন।

এসময় আ.স.ম. ফিরোজের সাথে বাউফল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, বাউফল পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিরপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম ফারুক, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক কালাইয়া ইউপি চেয়ারম্যান ফয়সাল আহমেদ মনির হোসেন মোল্লা, কালাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রফেসর কবিরুজ্জানসহ কয়েক শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে তাপসের নামে অনুষ্ঠিত শ্রাদ্ধানুষ্ঠানে যোগদান করেন।

তাপসের শ্রাদ্ধানুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সহাস্রাধিক মানুষ এবং উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় শ্রাদ্ধানুষ্ঠানে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী ও নেতাবর্মীদের উদ্দেশ্যে আ.স.ম. ফিরোজ বলেন, বাউফলে তার রাজনৈতিক কর্মজীবনে কখনো প্রতিহিংসার রাজনীতির বলি কেউ হয়নি।

কিন্তু বিগত ৪-৫ বছর পর্যন্ত শান্ত বাউফলকে অশান্ত করা হচ্ছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন ভদ্র, নম্র ও সুদর্শন যুবলীগ কর্মীকে চাকু দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা আসা করছি তাপস হত্যা মামলায় সঠিক বিচার পাবো। যারা এই হত্যাকান্ডের সাথে জরিত তাদেরকে অবশ্যই শাস্তি পেতে হবে। এসময় তাপসের মা রীনা রানী ও তাঁর ভাইসহ স্বজনরা হৃদয় বিদারক কান্নায় ভেঙ্গে পড়েন।

Development by: webnewsdesign.com