পটুয়াখালীর বাউফল পৌরসভার ৬ নং ওয়ার্ড থেকে আজ মঙ্গলবার সকালে নাজমা বেগম (৫৫) নামের এক মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নাজমা বেগম ওই ওয়ার্ডের দিনমজুর খোরশেদ মিয়ার স্ত্রী। তাদের দুই মেয়ে ও একটি পুত্র সন্তান রয়েছে। সন্তানরা সকলেই বিবাহিত।
খোরশেদ মিয়া জানান, সোমবার রাতে বড় মেয়ের বাড়িতে দাওয়াত খেতে গিয়ে আবার রাতেই বাড়ি চলে আসে। রাত ১২ টার দিকে আমরা ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে স্ত্রী নাজমাকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খুঁজতে থাকি। সকাল ৮টার দিকে ঘরের দোতালায় উঠে আড়ার সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় স্ত্রী নাজমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ নিয়ে যায়। তবে নাজমা বেগম মানসিক প্রতিবন্ধী বলে এলাকাবাসীরা জানান।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন বলেন, নাজমা বেগম সম্ভবত: মানসিক প্রতিবন্দী। ময়না তদন্তের জন্য লাশ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।
Development by: webnewsdesign.com