বাউফলে বিদ্যুৎস্পৃষ্টে চাচার মৃত্যু,ভাতিজা গুরুতর আহত

বুধবার, ০৮ ডিসেম্বর ২০২১ | ৫:৫২ অপরাহ্ণ

বাউফলে বিদ্যুৎস্পৃষ্টে চাচার মৃত্যু,ভাতিজা গুরুতর আহত
apps

বাউফলে বৈদ্যুতিক মটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে চাচা কাসেম গাজী (৫৫) নামের একজনের মৃত্যু এবং ভাতিজা ফিরোজ গাজী (৪৫) নামের অপর একজন গুরুতর আহত হয়েছে। আজ বুধবার বেলা ১০ টার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাহির দাসপাড়া গ্রামে ওই ঘটনা ঘটেছে। মৃত্যু কাসেম গাজী ছত্তার গাজীর ছেলে এবং আহত ফিরোজ গাজী খোকা গাজীর ছেলে। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

স্থাানীয়রা জানায়, ফিরোজ গাজী বৈদ্যুতিক ও স্যানিটারী মিস্ত্রির কাজ জানতো। চাচা কাসেম গাজীর বৈদ্যুতিক মটর বিকল হয়ে গেলে বুধবার বেলা ১০টার দিকে ওই মটর খুলে মেরামতের কাজ করছিল ফিরোজ গাজী। এসময় অসাবধানতাবশতঃ মটরের সাথে বিদ্যুতের সংযোগ লাইন বিচ্ছিন্ন করা হয়নি। প্রকৃতির ডাকে মটর খোলা রেখে ফিরোজ বাড়ির বাহিরে যান।

এসময় মাঠের কাজ শেষে ভেজা কাপড়ে কাসেম গাজী এসে খোলা মটর ধরতে গেলে তাৎক্ষণিক সে বিদ্যুৎষ্পৃষ্ট হয়। এঘটনা দেখে বাড়ির লোকজন ডাকচিৎকার দিয়ে ফিরোজকে ডাকলে সে দৌড়ে এসে চাচাকে রক্ষা করতে গেলে সেও বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে পড়ে।

আসপাসের লোকজন তাদেরকে উদ্ধার করে দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাসেম গাজীকে মৃত্যু ঘোষণা করেন এবং ফিরোজ গাজীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

Development by: webnewsdesign.com