বাউফলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’র প্রতিষ্ঠা বার্ষিকি পালন

শুক্রবার, ১৬ জুলাই ২০২১ | ৪:৩২ অপরাহ্ণ

বাউফলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’র প্রতিষ্ঠা বার্ষিকি পালন
apps

বাউফলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’র (বিএমএসএফ) নবম প্রতিষ্ঠা বার্ষিকি পালন করা হয়েছে। একই সাথে বিএমএসএফ’র বাউফল উপজেলা শাখার কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

বৃহষ্পতিবার(১৫ জুলাই) বাউফল উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন এবং প্রতিষ্ঠা বার্ষিকির কেকে কাটেন।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলা গেট সংলগ্ন আকন প্লাজার চতুর্থ তলায় মফস্বল সাংবাদিক ফোরাম বাউফল উপজেলা শাখার সভাপতি ভোরের কাগজ ও দৈনিক বাংলাদেশ মিডিয়া’র প্রতিনিধি অতুল চন্দ্র পালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, মফস্বল সাংবাদিক ফোরাম পটুয়াখালী জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদ সদস্য মো. হারুন অর রশিদ এবং সাধারন সম্পাদক মো. বাদল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ ছাড়াও অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক জিতেন্দ্র নাথ রায় (সমকাল), বিএমএসএফ বাউফল শাখার সহ সভাপতি মো. দেলোয়ার হোসেন (প্রতিদিনের সংবাদ), সিনিয়র সাংবাদিক আরেফিন সহিদ (অভজারভার) প্রমূখ। সভা সঞ্চালণা করেন বিএমএসএফ বাউফল উপজেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক এম.এ.হান্নান (দৈনিক স্বদেশ প্রতিদিন)। অনুষ্ঠানে বাউফলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Development by: webnewsdesign.com