বাউফলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১ | ৪:৪১ অপরাহ্ণ

বাউফলে পানিতে ডুবে শিশুর মৃত্যু
apps

পটুয়াখালীর বাউফলে পানিতে ডুবে মোসা. তানসিম নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার দাশপাড়া ইউনিয়নের দাশপাড়া গ্রামে ওই দুর্ঘটনা ঘটেছে। শিশু তানসিম ওই গ্রামের মো. আবু তাহেরর মেয়ে।

নিহত শিশুর স্বজনরা জানায়, শিশু তানসিম বাড়ির সামনে খেলতে বের হন। কিছুক্ষণ পরে শিশুকে দেখতে না পেয়ে তার মা মোসা: নিপা বেগম ডাক চিৎকার শুরু করেন। খোঁজা-খুঁজির এক পর্যায়ে তানসিমকে পুকুরে ভাসতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. তাসরিফ মাহমুদ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

Development by: webnewsdesign.com