বাউফলে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

শনিবার, ১৭ অক্টোবর ২০২০ | ৫:১৫ অপরাহ্ণ

বাউফলে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ
apps

সারাদেশের সাথে একযোগে বাউফল থানা এলাকার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১৭টি বিট পুলিশিং কার্যালয়ে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ করেছেন বাউফল থানা পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে পৌরসভার ৪,৫,৬ নং ওয়ার্ড নিয়ে গঠিত ২নং বিট পুলিশিং এর আয়োজনে ওই সমাবেশে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন- বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান।

আরো উপস্থিত ছিলেন- বাউফল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. জাহানারা বেগম, ওই বিট পুুলিশিং কার্যালয় তদারকি কর্মকর্তা এসআই মো. মোয়াজ্জেন হোসেন, মহিলা কাউন্সিলর মো. রিপা বেগম, শিক্ষক প্রতিনিধি মো. তুহিন। এসময় ওসি মোস্তাফিজুর রহমান বলেন,‘ নারী ধর্ষণ ও নির্যাতনসহ সকল অপরাধ বন্ধে পুলিশ নিরালস কাজ করে যাচ্ছে।‘

ধর্ষণ ও নির্যাতন বন্ধে সচেতনতার বিকল্প নেই। আমাদের সকলকে সচেতন হতে হবে। সমাবেশে তিনি সকল ধরনের অপরাধ সম্পর্কে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য অনুরোধ করেন। সমাবেশে সুধিজন, সচেতন নাগরিক, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Development by: webnewsdesign.com