বাউফলে চুরি মামলায় ইউপি সদস্য গ্রেফতার

রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১ | ৪:৫১ অপরাহ্ণ

বাউফলে চুরি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
apps

পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়ন পরিষদের এক ইউপি সদস্যকে নারায়ণগঞ্জ থানার একটি চুরি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে ওই ইউপি সদস্যকে তার নিজ বাড়ী থেকে বাউফল থানা পুলিশ গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আকন উপজেলার নওমালা ইউপির ১নং ওয়ার্ডের সদস্য ও পশ্চিম বটকাজল গ্রামের মোঃ আজাহার আলী আকনের ছেলে।

পুলিশ জানায়, ২০১৮ সালে নারায়ণগঞ্জ মডেল থানায় ৯০ লক্ষ টাকা চুরির একটি মামলা হয়। মামলা নং ৩৬(১০)১৮ ধারা ৩৮১/৩৪। ওই মামলার তদন্ত কর্মকর্তা নারায়নগঞ্জ পিবিআই পুলিশ পরিদর্শক আব্দুল বাতেন বাউফল থানা পুলিশের সহায়তায় শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আকন (৩৮)কে গ্রেপ্তার করে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল-মামুন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেপ্তারকৃত ইউপি সদস্য জাহাঙ্গীর আকনকে নারায়ণগঞ্জ পিবিআই পুলিশ পরিদর্শক আব্দুল বাতেনের কাছে হস্তান্তর করা হয়েছে।

Development by: webnewsdesign.com