বাউফলে উপজেলা পরিষদের সভা অনুষ্ঠিত

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০ | ৪:৫৬ অপরাহ্ণ

বাউফলে উপজেলা পরিষদের সভা অনুষ্ঠিত
apps

বাউফলের আইন-শৃংখলা পরিস্থিতি, ইলিশ রক্ষা এবং আসন্ন দুর্গা পূজাসহ স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে পঞ্চম উপজেলা পরিষদের সপ্তম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার।

বিশেষ আতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু। সভায় চলতি বছরের মে মাস থেকে আগস্ট পর্যন্ত চার মাসে চারটি খুনের ঘটনায় বাউফলের আইন- শৃংখলা উদ্বেগজনক উল্লেখ করে বক্তব্য রাখেন, নাজিরপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম ফারুক, কালাইয়া ইউপি চেয়ারম্যান ফয়সাল আহমেদ মনির হোসেন মোল্লা, চন্দ্রদ্বীপ ইউপি চেয়ারম্যান আলকাচ মোল্লা, কাছিপাড়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাউফল পূজা উদযাপণ পরিষদের সাধারন সম্পাদক অতুল চন্দ্র পাল প্রমূখ।

এসময় বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, বাউফলে আইন-শৃংখলার সার্বিক পরিস্থতি আগের তুলনায় ভাল। তিনি আইন-শৃংখলা আরো ভাল রাখতে জনপ্রতিনিধি ও সচেতন সমাজের সহযোগিতা কামনা করেন। সভায় বাউফল পূজা উদযাপণ পরিষদের সাধারন সম্পাদক অতুল চন্দ্র পাল জানান, চলতি বছরে বাউফলে স্বাস্থ্য বিধি মেনে ৬৯ খানা দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। করোনা কালিন সময় পূজা হওয়ায় বিভিন্ন পূজা মন্ডপ আর্থিক সংকটে রয়েছে। একারণে প্রতি পূজা মন্ডপে আনসার, ভিডিপি, গ্রাম পুলিশের সংখ্যা কমিয়ে দেয়ার প্রস্তাব করা হয় ।

আসন্ন ইলিশ রক্ষায় নদীতে অবরোধের সময় উপজেলা প্রশাসন, বাউফল থানা ও কালাইয়া নৌ পুলিশ এবং মৎস্য অধিদপ্তর যৌথভাবে তেঁতুলিয়া নদীতে টহলের ব্যবস্থা করবেন বলে সভায় জানানো হয়। একাজে জনপ্রতিনিধি এবং গ্রাম পুলিশও সহায়তা করবেন। সভায় বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ, আনসার ভিডিপি প্রতিনিধি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রতিনিধিসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Development by: webnewsdesign.com