শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বাউফলের কালাইয়া মদন মোহন জিউর আখড়া বাড়ি পূজা মন্ডপে অস্বছল নারীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিজয় দশমীর রাতে এক অনুষ্ঠানের মাধ্যমে ওই শাড়ি বিতরণ করা হয়।
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, বাউফল উপজেলা শাখার সাধারন সম্পাদক ও কালাইয়া সার্বজনীন সনাতন ধর্মীয় অনুষ্ঠান উদযাপন পরিষদেরর সভাপতি অতুল চদ্র পালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে কালাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক আ.স.ম. কবিরুজ্জামান, কালাইয়া মদন মোহহন জিউর আখড়া বাড়ি কমিটির সাধারন সম্পাদক উত্তম কর্মকার, কালাইয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়র প্রধান শিক্ষক তুষার কান্তি ঘোষ, দশমিনা বালিকা বিদ্যালয়েরর সিনিয়র শিক্ষক গোবিদ সাহা, ঝটু কর্মকার, খোকন কর্মকার, পরিমল মন্ডল, সাংবাদিক কৃষ্ণ কর্মকার, কমল কর্মকার, পলাশ কর্মকার, অম্লান সাহা, সঞ্জয় কর্মকার এবং ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বী কয়েক শত নারী পুরুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০ জন অস্বচ্ছল নারীদের মাঝে ইপহার হিসেবে শাড়ি দেয়া হয়।
Development by: webnewsdesign.com