পটুয়াখালীর বাউফলে পূর্ব শত্রুতার জের ধরে এক অটো চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। মঙ্গলবার(৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নওমলা বড় ব্রিজের পশ্চিম পার্শ্বে ওই ঘটনা ঘটেছে।
জখম হওয়া ওই ব্যক্তির নাম মো. জামল হোসেন মৃধা(৩২)। সে উপজেলার দাশপাড়া ইউনিয়নের বাহির দাশপাড়া গ্রামের মৃত. এছাহাক মৃধার ছেলে।
আহতকে প্রথমে উফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথামিক চিকিৎসা দিয়ে বরিশাল বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।এঘটনায় আহত জামালের স্ত্রী মোসা. আসমা আক্তার বাদী হয়ে বাউফল থানায় একটি মামলা দায়ের করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অটো রিকশা চালক জামাল হোসেনের সাথে বাহির দাশপাড়া গ্রামের মো. বাবুল ফরাজীর ছেলে মো. হাসান ফরাজীর (২২) একটি সালিশকে কেন্দ্র করে বিরোধ চলছিল। সেই শত্রুতার জেরে ঘটনার দিন হাসান পরিকল্পনা করে জামালের অটো রিকশায় অপরিচিত লোককে যাত্রী সাজিয়ে নওমালা নিয়ে যায়। নওমলায় বড় ব্রিজের কাছে পৌঁছালে অটো থামিয়ে জামালের উপর হামলা করে হাসানসহ ৫/৬ দুর্বৃত্তরা। কুপিয়ে ও পিটিয়ে গুরতর জখম করা হয় তাকে। পরে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
জামাল হোসেনের চাচাতো ভাই মো. ফারুক হোসেন বলেন,‘ একটি সালিস বৈঠককে কেন্দ্র করে জামালের সাথে হাসান ফরাজীর শত্রুতা চলছিল। প্রায় দেড় মাস আগে হাসানের ইন্ধনে জামালের উপর হামলা করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন বলেন, বাদী পক্ষের অভিযোগের ভিত্তিতে মো. সাইদুল ও খোকন নামের দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Development by: webnewsdesign.com