যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন সফরে গেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। সেখানে তিনি প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাতের আগে জেকো উইদোদো গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
উইদোদো বলেন, অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। আমাদেরকে অবশ্যই মানবিক সহায়তা বৃদ্ধি এবং ত্বরাণ্বিত করতে হবে। তিনি সমঝোতামূলক শান্তি আলোচনা শুরু করারও আহ্বান জানান।
বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যা অধ্যুষিত দেশটির প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনিদের সীমাহীন ভোগান্তির মুখে মনে হচ্ছে বিশ্ব সম্প্রদায় ‘অসহায়’। যৌথ ইসলামিক আরব সম্মেলন থেকে ইসরায়েল গাজায় যে যুদ্ধ অপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ করছে তার তদন্তের আহ্বান জানানো হয়েছে।
Development by: webnewsdesign.com