আজ পহেলা বৈশাখ

বাংলা নববর্ষে বন্দিদের জন্য থাকছে পান্তা ইলিশের আয়োজন

বাংলা নববর্ষে বন্দিদের জন্য থাকছে পান্তা ইলিশের আয়োজন। এছাড়া বন্দিদের পরিবেশনায় সাংস্কৃতিক আয়োজনসহ দিনব্যাপী নানা আয়োজন থাকছে দেশের কারাগারগুলোয়।

সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ | ১:১২ অপরাহ্ণ

বাংলা নববর্ষে বন্দিদের জন্য থাকছে পান্তা ইলিশের আয়োজন
ছবি: সংগ্রহীত
apps

বাংলা নববর্ষে বন্দিদের জন্য থাকছে পান্তা ইলিশের আয়োজন। এছাড়া বন্দিদের পরিবেশনায় সাংস্কৃতিক আয়োজনসহ দিনব্যাপী নানা আয়োজন থাকছে দেশের কারাগারগুলোয়। গতকাল কারা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।

কারা অধিদপ্তর জানায়, নববর্ষের সকালে বন্দিদের জন্য থাকছে পান্তা ইলিশ। দুপুরের খাবার তালিকায় থাকছে পোলাও, মুরগি, মিষ্টি ও পান-সুপারি। রাতে স্বাভাবিক খাবার পরিবেশন করা হবে। এসব খাবারের পাশাপাশি এদিন বন্দিরা কারা চত্বরে শোভাযাত্রা করবেন। শোভাযাত্রায় গরুর গাড়ি, পালকি, ঢেকি, গরুর হালসহ সংস্কৃতির নানা উপাদান থাকবে। এছাড়া প্রতিটি কারাগারেই এদিন বন্দিদের পরিবেশনায় সাংস্কৃতিক আয়োজনও থাকছে। এছাড়া বিকালে খেলাধুলার আয়োজন রয়েছে।

আরো পড়ুন: বৈষম্যহীন দেশ গড়াই হোক নববর্ষের অঙ্গীকার: ড. মুহাম্মদ ইউনূস

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মো. মাসুদ হাসান জুয়েল অনুষ্ঠানের সূচি তুলে ধরে বলেন, ‘সকাল ৮টা থেকে মাঝে দেড় ঘণ্টার বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত বৈশাখী অনুষ্ঠান চলবে। কারাগারের বন্দি শিল্পীরা সকালে ও দুপুরের পর থেকে বিকাল ৫টা পর্যন্ত অতিথি শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন, সেখানে তারা বৈশাখী গান শোনাবেন। দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত থাকবে খাবারের বিরতি।

বেশ কয়েক বছর বন্দিদের পান্তা-ইলিশ খাওয়ানো বন্ধ ছিল। এ বছর সে আয়োজনটি রাখা হয়েছে। যারা আমাদের মাছ সরবরাহ করেন তাদের সঙ্গে কথা বলে নিশ্চিত করেছি। ইলিশ মাছ সংগ্রহ করা হচ্ছে।’

Development by: webnewsdesign.com