বাংলাদেশ স্কাউট কাজিপুর উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।গত২০ জানুয়ারি কাজিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কমিটি গঠন উপলক্ষে ত্রৈ- বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। উক্ত অনুষ্ঠানে পদাধিকার বলে সভাপতি হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন
সহসভাপতি সহকারী কমিশনার (ভূমি), থানা অফিসার ইনচার্জ নুরে আলম, সোনামুখি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক( ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) রেজাউল করিম,সোনামুখি ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শামসুল আলামিন, হাটশিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল আলম টিয়া,
সাধারণ সম্পাদক. (স্কাউট শাখা) চালিতাডাঙ্গা বি বি এন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুল ইসলাম ( মাহবুবুর রহমান তালুকদার),যুগ্ম সাধারণ সম্পাদক (কাব শাখা) পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবেল আলম,কোষাধ্যক্ষ সাউদটলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনামুল হক সুমন, উপজেলা কমিশনার উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার আতিকুর রহমান, স্কাউট গ্রুপ কমিটির সভাপতি আলমপুর এন এম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আব্দুল মান্নান, বিয়াড়া নুরনবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম নুরুল ইসলাম, কাব গ্রুপ কমিটির সভাপতি চকপাড়া সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুস সালামও উদগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন শাহীন ।কন্ঠ ভোটের মাধ্যমে সকলের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট লিডার ট্রেইনার খালেকুজ্জামান , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিরাজগঞ্জ সদর ও কাজিপুর এলিজা সুলতানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
Development by: webnewsdesign.com