বাংলাদেশ বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ

বুধবার, ২১ অক্টোবর ২০২০ | ৮:৩২ অপরাহ্ণ

বাংলাদেশ বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ
apps

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, অসাম্প্রদায়িক চেতনার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত বাংলাদেশ। সারাবিশ্বে বাংলাদেশ এখন সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। প্রতিটি ধর্মের উৎসব এখানে সার্বজনীনভাবে উদযাপিত হয়। ধর্ম যার যার, উৎসব সবার।বুধবার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ। তিনি তার স্বপ্নপূরণে কাজ করেছেন আজীবন। বর্তমানে জাতির পিতার কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক, উন্নত ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণের কাজ চলমান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সব ধর্মের, সব মানুষের অধিকার আজ বাংলাদেশে প্রতিষ্ঠিত।

অনুষ্ঠানে চুনারুঘাট উপজেলায় শারদীয় দূর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনে ৭০টি পূজামণ্ডপে ২০ হাজার টাকা করে অনুদান হস্তান্তর করা হয়। এছাড়াও উপজেলার পাঁচ হাজার ৫৫০ জন চা শ্রমিকের মাঝে ৫ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণের লক্ষ্যে অনুদান বিতরণ কর্মসূচির সূচনা করা হয়।

Development by: webnewsdesign.com