বাংলাদেশ জুয়েলার্স সমিতি কুড়িগ্রাম জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১০/১২/২০২১) সকাল সাড়ে ১১ টায় জেলা শহরের আলমাস কমিউনিটি সেন্টারে এ সম্মেলনের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় নেতা মো: এনামুল হক সোহেল।
কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি দুলাল চন্দ্র রায়ের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় নেতা আবু জাফর লিটন, আমিনুল ইসলাম রাজু, লালমনিরহাট জেলার সাধারণ সম্পাদক দুলাল কর্মকার, নীলফামারী জেলার সভাপতি শামছুল আলম, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি আহসান হাবিব নীলু, সাংবাদিক ছানালাল বকসী, শ্যামল ভৌমিক প্রমুখ। সভা পরিচালনা করেন রবি বোস।
সম্মেলনে রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী ও কুড়িগ্রাম জেলার জুয়েলার্স সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
পরে দুলাল চন্দ্র রায়কে সভাপতি ও বাদল চন্দ্র সাহাকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কুড়িগ্রাম জেলা কমিটি গঠন করা হয়।
Development by: webnewsdesign.com