বহিবিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো মাহবুব আলী। রবিবার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের এ ইউনিটের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এ মন্তব্য করেন তিনি।
এসময় মন্ত্রী বলেন, বাংলাদেশ এখন বহিবিশ্বে উন্নয়নের রোল মডেল। আমরা নিজেদের অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ থেকে শুরু করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ, ইন্টানেটের গতি বৃদ্ধির জন্য তৃতীয় সাবমেরিন প্রকল্পসহ বেশ কয়েকটি মেগা প্রজেক্টের কাজ চলমান আছে বলে জানান প্রতিমন্ত্রী।
এসময় তিনি বলেন, আমাদের সবাইকে দূর্নীতি, মাদক, জঙ্গিবাদ মোকাবেলায় কাজ করতে হবে। কোন অন্যায় এর কাছে আমাদের মাথা নত করা চলবে না।
এসময় মন্ত্রী বলেন, শিক্ষার উদেশ্য মনুষত্বের বিকাশ ঘটানো। কিন্ত বর্তমানে আমরা তা দেখতে পাই না। তাই আমরা এমন শিক্ষা চাই যার মাধ্যমে আমাদের মনুষত্বেও বিকাশ ঘটবে।
উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, প্রক্টর, রেজিস্ট্রারসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ উপস্থিত ছিলেন।
Development by: webnewsdesign.com