বাংলাদেশে আসা আফগানিস্তান দলে করোনার ৮ জনের পজিটিভ

মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২ | ৩:৩৭ অপরাহ্ণ

বাংলাদেশে আসা আফগানিস্তান দলে করোনার ৮ জনের পজিটিভ
apps

আফগানিস্তান ক্রিকেট দল ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে কয়েকদিন আগেই বাংলাদেশে এসে পৌঁছেছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) দু’টি সিরিজের জন্য স্কোয়াডও ঘোষণা করেছে তারা। তবে দল ঘোষণার একদিন পরই পাওয়া গেল দুঃসংবাদ। জানা গেছে, বাংলাদেশ সফরে আসা আফগান দলে করোনা হানা দিয়েছে। সফরকারী দলটির ৮ জন সদস্য করোনা পজিটিভ হয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বরাতে জানা গেছে, আফগানিস্তানের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ মিলে ৮ জন করোনা পজিটিভ হয়েছেন। তবে কারও নাম জানা যায়নি।

উল্লেখ্য, আগামী ২৩ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজে দুটি টি-টোয়েন্টিও খেলবে দুই দল।

Development by: webnewsdesign.com