বাংলাদেশে আসবেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান..

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০ | ১১:৩৬ পূর্বাহ্ণ

বাংলাদেশে আসবেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান..
apps

আগামী বছরের শুরুতেই ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া ডি-৮ শীর্ষ সন্মেলনে যোগ দিতে বাংলাদেশে আসবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেব তাইয়্যেব এরদোগান।

আজ (বুধবার) পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সাথে আলাপকালে এরদোগান নিজেই এই তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন এরদোয়ান। এ বিষয়ে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে সম্ভাব্য সকল বিষয়ে তিনি বাংলাদেশের পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন। করোনা পরিস্থিতিতে তুরস্ক থেকে আরও প্রয়োজনীয় সহযোগিতা পাঠানোর আশ্বাসও দেন এরদোয়ান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এরদোয়ান নতুন সদস্য রাষ্ট্র যুক্ত করে ডি-৮ সম্প্রসারণের ব্যাপারেও জোর দেন। এছাড়া দুই দেশের বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি সুনির্দিষ্ট কিছু প্রস্তাব দেন। যার মধ্যে রয়েছে বিদ্যমান শুল্ক বাধা এড়িয়ে নতুন পণ্য, বস্ত্র, ওষুধ ও অন্যান্য খাতে বিনিয়োগ। উভয় দেশের বাণিজ্যমেলায় অংশগ্রহণ নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন তিনি। বাংলাদেশে তুরস্কের আর্থিক সহযোগিতায় একটি আধুনিক হাসপাতাল নির্মাণের প্রয়োজনীয় জমি বরাদ্দের জন্য তুরস্কের প্রেসিডেন্ট প্রস্তাব দেন।

Development by: webnewsdesign.com