বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে নেই টেইলর

বুধবার, ১৭ মার্চ ২০২১ | ৩:৩০ অপরাহ্ণ

বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে নেই টেইলর
apps

আগামী ২০ মার্চ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। হ্যামস্ট্রিং চোটের কারণে প্রথম ম্যাচে খেলবেন না নিউজিল্যান্ডের তারকা খেলোয়াড় রস টেইলর।

টেইলরের বিকল্প হিসেবে দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার মার্ক চ্যাপম্যান। গত রোববার সেন্ট্রাল স্ট্যাগস এবং ওয়েলিংটন ফায়ারবার্ডসের মধ্যকার প্ল্যাঙ্কেট শিল্ডের ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পান টেইলর।

কিউই কোচ গ্যারি স্টিড আশা করছেন, খুব দ্রুতই সুস্থ হয়ে দলে ফিরবেন টেইলর। সিরিজের বাকি দুই ম্যাচেই তাকে একাদশে চান তিনি।

২০ মার্চ ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। এরপর ২৩ মার্চ দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে। তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ গড়াবে ২৬ মার্চ ওয়েলিংটনের বেসিন রিজার্ভে।

Development by: webnewsdesign.com