বলিউড থেকে ছুটি: ভিনদেশে রণবীর-দীপিকা!

শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২০ | ৯:১৩ অপরাহ্ণ

বলিউড থেকে ছুটি: ভিনদেশে রণবীর-দীপিকা!
apps

বলিউড অভিনেত্রী দীপিকা ও তার স্বামী অভিনেতা রণবীর। সম্প্রতি দুজনই বলিউড থেকে ছুটি নিয়েছেন। এরপর উড়াল দিলেন দুজনই।

সোশ্যাল মিডিয়ায় তাদের নিজেদের পাসপোর্টের ছবি পোস্ট করে দীপিকা লেখেন, ‘ওর আর আমার… ভ্যাকেশন।’

তবে দীপিকা-রণবীর এই মুহূর্তে কোথায় উড়াল দিয়েছেন, গন্তব্য কী? তা এখনো জানা যায়নি। তবে তাদের ফ্লাইট নম্বর লেখা আছে ইউএল ১৪২, যার অর্থ শ্রীলঙ্কা। অর্থাৎ ছুটি কাটাতে সেখানকার কলম্বোতে উড়ে গেছেন দীপবীর।

বলিউডে দীপিকার শেষ ছবি ছিল মেঘনা গুলজারের ‘ছপাক’, যেখানে অ্যাসিড আক্রান্ত মালতির ভূমিকায় দেখা গেছে তাকে। এই ছবির সঙ্গেই প্রযোজক হিসেবে নতুন সফর শুরু করেছেন তিনি।

 

 

 

এদিকে শিগগির রণবীর-দীপিকাকে জুটিকে বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে ‘৮৩’ ছবিতে। পরিচালক কবির খানের এই ছবিতে ১৯৮৩ সালে ক্রিকেট বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক কপিল দেবের চরিত্রে অভিনয় করছেন রণবীর।

অন্যদিকে দীপিকার দেখা মিলবে কপিল পত্নী রুমি ভাটিয়ার চরিত্রে।

Development by: webnewsdesign.com