বলিউড অভিনেতা সোনু টিকা নেয়ার কয়েক দিনের মাথায় করোনায় আক্রান্ত 

শনিবার, ১৭ এপ্রিল ২০২১ | ৬:০৩ অপরাহ্ণ

বলিউড অভিনেতা সোনু টিকা নেয়ার কয়েক দিনের মাথায় করোনায় আক্রান্ত 
apps

বলিউডে ক্রমশই বাড়ছে করোনা সংক্রমণ। এবার প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেতা সোনু সুদ। করোনা টিকার প্রথম ডোজ নেয়ার কয়েকদিনের মাথায় তিনি আক্রান্ত হলেন।

শনিবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে নিজেই এই তথ্য জানান অভিনেতা। বর্তমানে তিনি কোয়ারেন্টাইনে আছেন।

সোনু সুদ লিখেন, ‘আমি আপনাদের সকলকে জানাতে চাই আজ সকালে আমার করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। স্বাস্থ্যবিধি মেনে আমি নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছি এবং নিজের যথেষ্ট যত্ন রাখছি। তবে চিন্তা করবেন না এটি আপনার সমস্যাগুলো সমাধান করার জন্য যথেষ্ট সময় দেবে। মনে রাখবেন আমি সব সময় আপনাদের সকলের পাশে আছি।’

এদিকে অভিনেতার করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্তরা। তারা অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

প্রসঙ্গত, গত বছর লকডাউন ভারতে শ্রমিকদের বাড়ি দিয়ে আসা, দরিদ্রদের সাহায্য করাসহ নানা মানবিক কাজ করেছিলেন সোনু। এখনো সামাজিক কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।

Development by: webnewsdesign.com