বলিউড অভিনেতা সুনীল শিন্ডে মারা গেলেন

বুধবার, ১৬ নভেম্বর ২০২২ | ১:৪৮ অপরাহ্ণ

বলিউড অভিনেতা সুনীল শিন্ডে মারা গেলেন
apps

মারা গেছেন বর্ষীয়ান বলিউড অভিনেতা সুনীল শিন্ডে। বলিউডের একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেতা ছিলেন সুনীল শিন্ডে। তিনি শুধু হিন্দি নয়, মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রিরও একজন জনপ্রিয় অভিনেতা ছিলেন। উভয় ইন্ডাস্ট্রিতেই তাঁর ব্যাপক দাপট ছিল।

১৪ নভেম্বর সোমবার মুম্বাইয়ে তাঁর নিজস্ব বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সুনীল জি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর।

বর্তমানে তাঁর পরিবারে রয়েছেন স্ত্রী জ্যোতি, দুই ছেলে ওমকার এবং ঋষিকেশ, তাঁর পুত্রবধূ এবং নাতি-নাতনি। মুম্বই সংবাদমাধ্যম অনুযায়ী, অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হয়েছে দুপুর ১টায় মুম্বাইয়ের পারসিওয়াদা হিন্দু শ্মশানে।

প্রবীণ অভিনেতার মৃত্যুর খবরে শোকের ছায়া ঘনিয়ে এসেছে বলিউড মহলে। শিন্ডের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই প্রবীণ অভিনেতার উপর রাজেশ তাইলাং আন্তরিক শ্রদ্ধা নিবেদন করেছেন। সোশ্যাল মিডিয়ায় গিয়ে, মির্জাপুর অভিনেতা প্রকাশ করেছেন যে, তিনি একবার শান্তি নামের একটি টিভি শোতে প্রয়াত অভিনেতার সঙ্গে কাজ করেছিলেন।

১৯৮৯ সালে শাহরুখ খান অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘সার্কাস’-এ অভিনয় করেছিলেন সুনীল। এছাড়া পরবর্তীতে তিনি নব্বইয়ের দশকে একাধিক ধারাবাহিকে অভিনয় করে নজর কেড়েছিলেন।

বার্ধক্যজনিত একাধিক সমস্যায় ভুগছিলেন অভিনেতা। সুনীল শিন্ডে ১৯৮২ সালের জীবনীভিত্তিক চলচ্চিত্র গান্ধী দিয়ে তাঁর অভিনয় জীবন শুরু করেন।

এছাড়া অভিনেতা সরফরোশ, গুনাহ, খলনায়ক সহ আরও অনেক বলিউড ছবিতে কাজ করেছেন। হিন্দি ছবিতে সুনীলের উপস্থিতি দর্শকের মন ছুঁয়েছিল দর্শকদের। হিন্দি ছোট পর্দার একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব প্রয়াত অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।

Development by: webnewsdesign.com