বলিউড অভিনেতা বরুণ-নাতাশা বসছেন বিয়েরপিঁড়িতে

সোমবার, ১৮ জানুয়ারি ২০২১ | ৬:৪৩ অপরাহ্ণ

বলিউড অভিনেতা বরুণ-নাতাশা বসছেন বিয়েরপিঁড়িতে
apps

খুব শিগগির বিয়েরপিঁড়িতে বসছেন বরুণ ধাওয়ান আর নাতাশা দালাল। তবে বরুণ বা নাতাশার পরিবারের পক্ষ থেকে এই বিয়ে ঘিরে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

বরুণ ধাওয়ান ও নাতাশা দালাল ছোটবেলার বন্ধু। নাতাশা অনেকবার বরুণের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তবে হাল ছাড়েননি বলিউডের এ নায়ক। অবশেষে নাতাশা বরুণের প্রেমে সাড়া দেন।

গত বছরই এ জুটির বিয়ের বাদ্য বাজার কথা ছিল। করোনার কারণে তা পিছিয়ে এসেছে ২০২১ সালের ২২ জানুয়ারি।

বরুণ-নাতাশার বিয়ের অনুষ্ঠান হবে আলীবাগের এক পাঁচতারকা হোটেলে। জানা গেছে, ২২ থেকে ২৬ জানুয়ারি— পাঁচ দিন ধরে বাজবে তাদের বিয়ের ঢাকঢোল। চলবে নানা আনুষ্ঠানিকতাও। বিয়েতে ২০০ অতিথিকে দাওয়াত দেওয়া হয়েছে।

আমন্ত্রিত অতিথিরা ধাওয়ান পরিবারের অত্যন্ত কাছের মানুষ। এই রাতে কারা কারা উপস্থিত থাকবেন, তার তালিকাও প্রকাশ করা হয়েছে।

বরুণ-নাতাশা তাদের রিসেপশনে সালমান খান, সারা আলি খান, করণ জোহর, মনিশ মালহোত্রা, অর্জুন কাপুর, মালাইকা অরোরা, ক্যাটরিনা কাইফ, জাহ্নবি কাপুর, খুশি কাপুর, নীতু কাপুর, কিয়ারা আদভানি, অনিল কাপুর, শশাঙ্ক খৈতানের মতো বড়পর্দার তারকাদের আমন্ত্রণ জানিয়েছেন।

তবে বরুণের কাছের বন্ধু সোনম কাপুর তাদের বিয়েতে উপস্থিত থাকতে পারবেন না। এই সময় সোনম স্কটল্যান্ডের গ্লাসগোতে তার পরের ছবি ‘ব্লাইন্ড’-এর শুটিংয়ে ব্যস্ত থাকবেন।

বলিউড তারকাদের জন্য এই রিসেপশনের অনুষ্ঠান হবে মুম্বাইয়ে। ফ্যাশন ডিজাইনার নাতাশা তার বিয়ের পোশাক নিজেই ডিজাইন করবেন।

যুক্তরাষ্ট্রে ফ্যাশন ডিজাইনে স্নাতক করেছেন নাতাশা। এর পর তিনি মুম্বাইয়ে ফিরে আসেন। নিজের ফ্যাশন ব্র্যান্ডও আছে তার। তবে বরুণের বিয়ের পোশাকের নকশা করবেন নামজাদা ডিজাইনার কুনাল রাওয়াল।

Development by: webnewsdesign.com