১৯৫২ সালে বাঙালির মাতৃভাষার জন্য রক্ত ঝরানো ফেব্রুয়ারি মাস শুরু হলো । দেশের স্বাধীনতার সংগ্রামের সূচিকাগার এই ফেব্রুয়ারি ছিল বাঙালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উন্মেষ। মহান ভাষার মাস ফেব্রুয়ারিকে বরণ করেছে সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট।
প্রতিবছর এ ভাষার মাসে শহীদদের স্মরণে আয়োজন করা হয় নানা অনুষ্ঠান। তবে এবছর করোনা পরিস্থিতিতে সরকারের স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনার জন্য সিলেটের প্রধান সড়কে বর্ণমালার মিছিল হয়নি। সিলেট কেন্দ্রিয় শহিদ মিনারে সকাল দশটায় বর্ণমালা নিয়ে ও ভাষার গানের মধ্য দিয়ে বরণ করা হয় ভাষার মাসকে।
মঙ্গলবার (পয়লা ফেব্রুয়ারি) সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট’র আয়োজনে উপস্থিত ছিলেন, সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিটের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ রানা, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ।
সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের পরিচালনায় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ অংশ নেন। এছাড়াও বীর ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
Development by: webnewsdesign.com