বরেণ্য আলেম মাওলানা ফজলুর রহমানের ইন্তেকাল

বুধবার, ২৭ জুলাই ২০২২ | ৯:২৯ অপরাহ্ণ

বরেণ্য আলেম মাওলানা ফজলুর রহমানের ইন্তেকাল
apps

কোম্পানীগঞ্জ উপজেলা ইমাম সমিতির সাবেক সভাপতি, পাড়ুয়া বদিকোনা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফজলুর রহমান (৭৫) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বুধবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৮টায় সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি বেশ কিছুদিন ধরে শারীরিক অসুখে ভুগছিলেন।তিনি স্ত্রী, দুই ছেলে, চার মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর জানাজার নামাজ আজ বুধবার আছরের নামাজান্তে পাড়ুয়া শাহি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। পরে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

মরহুমের পরিবার ও স্থানীয় লোকজন জানান, মাওলানা ফজলুর রহমান ১৯৮০ সালে পাড়ুয়া বদিকোনা মসজিদে ইমাম ও খতিবের দায়িত্ব নেন। আমৃত্যু তিনি এ দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৯ সালে কোম্পানীগঞ্জ উপজেলা ইমাম সমিতির সভাপতি মনোনীত হন। এ পদে প্রায় ১২ বছর দায়িত্ব পালন করেন। ১৯৮০ সালে শিলেরভাঙ্গা হেমায়াতুল ইসলাম মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এটি ছাড়াও তিনি একাধিক মাদরাসার প্রতিষ্ঠার সঙ্গে জড়িত ছিলেন। বেশ কয়েক বছর তিনি জামিয়া ইসলামিয়া মখজনুল উলুম কলাবাড়ি মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। তিনি ছিলেন খেলাফত মজলিস, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি। এছাড়া পাড়ুয়া ফুরক্বানিয়া হাফিজিয়া মাদ্রাসার সভাপতি ছিলেন।

এদিকে, বরেণ্য এই আলেমের মৃত্যুতে কোম্পানীগঞ্জ উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যু সংবাদ শোনার পর আত্মীয়-স্বজনসহ অনুসারী লোকজন পাড়ুয়ায় তাঁর নিজ বাড়িতে ভিড় জমান।শোক প্রকাশ : মাওলানা ফজলুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বাছির, জামিয়া রাহমানিয়া মখজনুল উলুম কলাবাড়ি মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি আব্দুল মুছাব্বির, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, সিলেট জেলা পরিষদের প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শামীম আহমদ, সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সভাপতি মোঃ রফিকুল হক, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন,

মাওলানা মুফতি মুফিজুর রহমান, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ বাবুল মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফী উদ্দিন রেনু, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ শাব্বির আহমদ, সাধারণ সম্পাদক আবিদুর রহমান, কাঁঠালবাড়ি চৌমুহনী বাজার আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ সামসুজ্জামান, কোম্পানীগঞ্জ উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মাসুম আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা মোস্তাক আহমেদ, দলইরগাঁও মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মুফতি সিকন্দর আলী, মাওলানা ফখরুল ইসলাম মাসরুর, জামিয়া রাহমানিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা হাসান আল হেলাল প্রমুখ।

Development by: webnewsdesign.com