বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পাশাপাশি করোনা করোনা আক্রান্ত ৪ জন এবং আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনসহ ৭ জন মারা গেছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ১৫৫ জনে। একই সঙ্গে মৃত্যু ছাড়াল ২৫০।
রোববার (২৫ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।
জানা গেছে, নতুন ১০৪ জনের মধ্যে ভোলায় ৩৯ জন। এই জেলায় মোট শনাক্ত ১ হাজার ৬৭৩ জন। এছাড়া পটুয়াখালী জেলায় নতুন করে ১২ জন শনাক্ত হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৪ জন। বরিশালে নতুন ২৪ জন নিয়ে মোট সংখ্যা ৬ হাজার ৪৪৫ জন। পিরোজপুরে মোট শনাক্ত ১ হাজার ৫৫০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ১২ জন। বরগুনায় নতুন শনাক্ত শূন্য। জেলাটি মোট শনাক্ত হয়েছে ১ হাজার ২০৩ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ১৭ জন নিয়ে মোট শনাক্ত হয়েছে ১ হাজার ২১০ জন।
এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ হাজার ৩৯৮ জন। মৃত্যুবরণ করা ২৫০ জনের মধ্যে প্রায় সবার বয়স চল্লিশ বছরের ওপরে।
সর্বশেষ মৃত্যুবরণকারী চারজনের মধ্যে পটুয়াখালীর গলাচিপা উপজেলার ৮০ বছর বয়সী মোবারক মোল্লা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, ভোলা সদরের উকিলপাড়ার ৬৫ বছরের বাসিন্দা ফরিদা বেগম ভোলা ২৫০ শয্যা হাসপাতালে
কানাইনগরের ৬৫ বছরের বাসিন্দা ফিরোজা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ও পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ৪৫ বছর বয়সী মমতাজ বেগম ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুবরণ করেন। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের তথ্য বলছে
এই ওয়ার্ডের আইসোলেশনে মোট ১৭ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪ জনকে করোনা ওয়ার্ডে নেওয়া হয়েছে। ৩ জন উপসর্গ নিয়ে ও একজন করোনা পজিটিভ রোগী মৃত্যুবরণ করেছেন।
করোনা ইউনিটে মোট ১২৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। যার মধ্যে ৫২ জনের করোনা পজিটিভ এবং ৭৪ জন করোনা টেস্টের রিপোর্টের অপেক্ষায় আছেন।
Development by: webnewsdesign.com