বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের দাফন তাদের গ্রামের বাড়ি ঝালকাঠিতে সম্পন্ন হয়েছে। নিহতদের মধ্যে মেজর সুরাইয়া শিউলিকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ঝালকাঠির বাউকাঠিতে শিউলির মরদেহ দাফন করা হয় তার শ্বশুর বাড়িতে। অন্যদিকে শিউলির দুই ভাই, মা ও তার ভাইয়ের শ্যালককে দাফন করা হয়েছে নিজ নিজ বাড়িতে।
এর আগে বুধবার ভাইয়ের মৃত শিশু কন্যাকে নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে ঝালকাঠি ফিরছিলেন শিউলি। পথে বরিশালের উজিরপুরে কাভার্ডভ্যান ও বাসের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষে তাদের বহনকারী অ্যাম্বুলেন্স চালকসহ সবাই ঘটনাস্থলেই নিহত হন।
প্রসঙ্গত, ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বাউকাঠি গ্রামের আব্দুল কাইউমের সঙ্গে ২০১৪ সালে বিয়ে হয় শিউলির। ঢাকা সেনানিবাসের সিএমএইচ-এ কর্মরত শিউলি ক্যাপ্টেন থেকে মেজর পদে পদোন্নতি পান গত মার্চে। তার স্বামী ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক শাখায় কর্মরত। তাদের মো. মহিবুল্লাহ নামে তিন বছরের একটি শিশুপুত্র রয়েছে।
Development by: webnewsdesign.com