বরিশালে যুবদলের দু’গ্রুপে হাতাহাতি

শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০ | ৭:৪২ অপরাহ্ণ

বরিশালে যুবদলের দু’গ্রুপে হাতাহাতি
apps

বরিশালে যুবদলের কর্মিসভা আয়োজনের প্রস্তুতি সভায় দুই গ্রুপের মধ্যে হাতাহাতি, চেয়ার ছোড়াছুড়ি এবং অফিসের আসবাপত্র ভাংচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর সদর রোডের বিএনপি দলীয় কার্যালয়ে এই ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল জেলার বিভিন্ন উপজেলা কমিটির কর্মিসভা আয়োজনের জন্য রাতে দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এ সময় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহানগর যুবদলের দুই গ্রুপের মধ্যে হাহাহাতি এবং চেয়ার ছোড়াছুড়ি হয়।

এ সময় মহানগর যুব দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলামের ওপর সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন গ্রুপ চড়াও হয়। ভাঙচুর করা হয় অন্তত ৬টি চেয়ার। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।

Development by: webnewsdesign.com