বরিশালের হিজলা উপজেলার ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার

রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ | ২:৪৭ অপরাহ্ণ

বরিশালের হিজলা উপজেলার ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার
বরিশালের হিজলা উপজেলার ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার
apps

বরিশালের হিজলা উপজেলার দুর্গম চরে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র অস্ত্রসহ ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত মধ্য রাতে ওই উপজেলার চরগৌরবদী ইউনিয়নের কানাবগীর চরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলো কামাল সরদার, জামাল সরদার, মানিক সরদার, আলম মীর, মাসুম সরদার, জুয়েল বেপারী ও মেহেদী হাসান মাঝি। তাদের কাছ থেকে দেশে তৈরী ২ পাইপগান, ৬ রাউন্ড গুলি, গুলির ৩ টি খোসা এবং কয়েকটি রামদা জব্দ করে পুলিশ।

রবিবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম।
তিনি বলেন, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি করে। এ সময় ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির মামলা হয়েছে হিজলা থানায়। এ ছাড়াও গ্রেফতাকৃতদের বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সুপার জানিয়েছেন।

Development by: webnewsdesign.com