বরিশালের গৌড়নদীতে দেশীয় অস্ত্রসহ তিন যুবক আটক

বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১ | ১:৩৭ অপরাহ্ণ

বরিশালের গৌড়নদীতে দেশীয় অস্ত্রসহ তিন যুবক আটক
apps

বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর সংলগ্ন সুন্দরী এলাকায় দেশীয় অস্ত্রসহ আটক ৩ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার দুপুরে বিচারক তাদের কারাগারে প্রেরনের নির্দেশ দেন। এরা হলো ওই উপজেলার বাঙ্গিলা গ্রামের আসাদুল বেপারী, তুহিন হাওলাদার ও নন্দনপট্টি গ্রামের টিটু সরদার।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান জানান, মঙ্গলবার রাতে সুন্দরী এলাকায় পুলিশ একটি মোটর সাইকেলের গতিরোধ করে। এ সময় মোটরসাইকেলে থাকা ৩ যুবক দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ৩জনকে আটক করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি রামদা ও একটি অত্যাধুনিক চাইনিজ কুড়াল।থানার এসআই আব্দুল হক বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। বুধবার দুপুরে আটককৃতদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে প্রেরনের নির্দেশ দেন।

Development by: webnewsdesign.com