সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে বরিশালের আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামালার আবেদন করা হয়েছে। আজ সোমবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে বরিশালের সাইবার ট্রাইব্যুনালে মামলাটির আবেদন করেন।
মামলার আবেদনে ভার্চুয়াল টকশোর উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলালকেও আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সাইবার ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইশতাক আহমেদ রুবেল। তিনি জানান, মামলার আবেদনটি আমলে নিয়েছেন আদালত। তবে এখনো কোনো আদেশ দেননি।
বাদী আবুল কালাম আজাদ জানান, মুহাম্মদ মহিউদ্দিন হেলালের ভার্চুয়াল টকশো’তে অংশ নিয়ে ডা. মুরাদ হাসান ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে অশ্লীল ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিয়েছেন। তাই তিনি মামলাটি দায়ের করলেন। আদালত মামলাটি গ্রহণ করলেও কোনো আদেশ দেননি। পরে আদালত এ ব্যাপারে আদেশ দেবেন।
এর আগে গতকাল সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটের আদালতে পাঁচটি মামলার আবেদন করা হয়েছে। মুরাদ হাসান ভার্চুয়াল টক শোতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে অশ্লীল ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দেওয়ায় তাঁর বিরুদ্ধে এসব মামলার আবেদন করা হয়। সব মামলার আবেদনে দ্বিতীয় আসামি হিসেবে টক শোর উপস্থাপক শেখ মহিউদ্দিন হেলাল নাহিদকে রাখা হয়েছে।
Development by: webnewsdesign.com